চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাশার আল-আসাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাশার আল-আসাদ। শনিবার দেশটির সংসদে নতুন মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন তিনি।
সিরিয়ার গণমাধ্যমগুলো বলছে, এবার শপথ নেয়ার মাধ্যমে আগামী ৭ বছর ক্ষমতায় থাকবেন তিনি। শপথশেষে বাশার আল-আসাদ বলেন, অনেকেই সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল। কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থেকে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে। এ সময় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটার উপস্থিত হয়ছিলো দাবি করে বিষয়টির প্রশংসা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির রাজনীতিবিদ, আলেম, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিল্পী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বাশার-আল আসাদকে ৯৫ শতাংশ ভোট প্রাপ্তি দেখিয়ে আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে বাশার বিরোধীরা এ নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করে।