ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
অনলাইন মার্কেটপ্লেস- ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। শনিবার আদালতে দুদকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েসের আদালত এই আদেশ দেয়।
সূত্র জানায়, ইভ্যালির বিরুদ্ধে আগে থেকেই তাদের কাছে একাধিক অভিযোগ নথিভুক্ত হয়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইভ্যালির আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে দুদক চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়। পরে দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীকে প্রধান ও সহকারী উপ-পরিচালক মুহাম্মদ শিহাব সালামকে সদস্য করে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক রাসেল গোপনে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন- এমন তথ্যের ভিত্তিতে দুদকের পক্ষ থেকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির চিঠি ইস্যু করা হয়। অনুসন্ধানে ইভ্যালি গ্রাহকদের কাছে অগ্রিম টাকা নিয়ে কী করা হয়েছে– তা জানার পাশাপাশি কোথাও অর্থপাচার করা হয়েছে কিনা- তা জানার চেষ্টা চলছে। গ্রাহকের অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেলে ইভ্যালির বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করা হবে।