সাতক্ষীরায় জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছেন।
পুলিশ জানায়, পায়রাডাঙ্গা গ্রামের মাতিনুরের সাথে ১৭ বছর আগে বিয়ে হয় ফাতেমা খাতুনের। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। একমাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ফাতেমা বাবার বাড়ি ছনকা তালসারি গ্রামে চলে আসে। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে মাতিনুর তাদের বাড়ি আসে। গভীর রাতে সুযোগ বুঝে সে ফাতেমাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এসময় বাধা দেয়ায় মাতিনুর শাশুড়ি মোমেনাকে ছুরিকাঘাত করে। পরে মৃত্যু হয় মোমেনার। গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ফাতেমাকে।