নাটোরে করোনা রোগীদের সেবায় বিএনপি’র উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নাটোরে করোনা উপসর্গের ও করোনা আক্রান্ত রোগীদের সেবায় জেলা বিএনপি’র উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে।
দুপুরে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই হেল্প সেন্টারের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ উপলক্ষে নাটোর শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলামসহ মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।
নেত্রকোনায় বিএনপি দলীয় কার্যালয়ে করোনা হেল্প সেলের উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের ছোট বাজারস্থ জেলা বিএনপির উদ্যোগে এই হেল্প সেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।




















