সিরিজের প্রথম ওয়ানডতে লড়ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

- আপডেট সময় : ০৭:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সিরিজের প্রথম ওয়ানডতে লড়ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। হারাতের বাংলাদেশের দেয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিকরা। শেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ৯১ রান।
টাইগার বোলিং তোপে শুরুতেই চাপে পরে স্বাগতিকরা। দলীয় ৪৯ রানে হারায় তিন উইকেট। অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকেও টিকতে দেননি সাকিব। ব্যক্তিত ২৪ রানে জিম্বাবুয়ে অধিনায়কে ফেরান দেশসেরা অলরাউন্ডার। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭৬ রানের চ্যালেঞ্জিং পূঁজি পায় বাংলাদেশ। দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে সফরকারীরা। শূন্য রানে তামিমের বিদায়ের পর সাকিব-মিথুন-মোসাদ্দেকের উইকেট বিলিয়ে দিয়ে আসার পর শঙ্কা জেগেছিল লজ্জাজনক কোন পরিণতির। তবে আগের সিরিজে একাদশ থেকে বাদ পড়া লিটন এদিন সুযোগ পেয়েই বাজিমাত করেছেন।ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে ১০২ রানে আউট হন লিটন। এছাড়া বড় সংগ্রহ মাহমুদউল্লা’র ৩৩ আর আফিফের অবদান ৪৫ রান। ৩ উইকেট নেন লুক জঙ্গই