চালু করা হয়েছে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ হোপ আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এবং হোপ ফাউন্ডেশনের উদ্যোগে, চালু করা হয়েছে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ হোপ আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্র।
সকালে শহরের কবিতা চত্বর রোডে স্থাপিত এই চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, কক্সবাজারে এরই মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। আস্থার সাথে চিকিৎসা সুবিধা ভোগ করছে জেলাবাসী।