হারারেতে টস হেরে ব্যাট করছে টাইগাররা

- আপডেট সময় : ০২:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। হারারেতে টস হেরে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৫ রান।
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, কোন রান যোগ না করেই ফিরেছেন তামিম ইকবাল। এদিকে, এই ম্যাচে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পারিবারিক সমস্যার কারণে ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন তিনি। মুশফিকের সঙ্গে নেই মোস্তাফিজুর রহমানও। পায়ের চোটে ছিটকে গেছেন কাটার মাস্টার। মুশফিকের বদলি মোসাদ্দেক আর মোস্তাফিজের বদলে একাদশে সুযোগ পেয়েছেন সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে অতীত আর সম্প্রতি পরিসংখ্যানে যোযন যোযন দূরত্বে এগিয়ে তামিমের দল। শেষ পাঁচ ম্যাচে শতভাগ জয় বাংলাদেশের। দু’দলের ৭৫ বারের দেখায় জিম্বাবুয়ের ২৮ জয়ের বিপরীতে ৪৭ ম্যাচে জিতেছে লাল-সবুজ। এর আগে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে উজ্জ্বীবিত বাংলাদেশ।