চাঁদা না দেয়ায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চাঁদা না দেয়ায় ফেনীর সুলতানপুরে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় কাউন্সিলর আবুল কালাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গরু ব্যবসায়ী শাহ জালাল ১৫টি গরু বিক্রির জন্য বাড়ীর সামনে রাখে। একপর্যায় গরুগুলো ছিনতাই করতে স্থানীয় কাউন্সিলর আবুল কালামসহ তার ৩ সহযোগী অস্ত্র নিয়ে গরু ব্যবসায়ী শাহ জালালকে জিম্মি করে। চিৎকার শুনে জালালের চাচাতো ভাই মোহাম্মদ আলামিন ঘরে থেকে বের হয়ে শাহ্ জালালকে ছেড়ে দেয়ার অনুরোধ করলে আলামিনকেও মারধোর করে তারা, পরে আলামিনের স্ত্রী সুমি কালামের হাতে পায়ে ধরে আলামিনকে ছাড়িয়ে নেয়। তাৎক্ষনিক ঘটনাটি জানাজানি হলে কাউন্সিলরসহ তার সহযোগীরা ক্ষোভে শাহ্ জালালকে মোটর সাইকেল যোগে তুলে নিয়ে গুলি করে বাড়ির পাশে একটি জমিতে মরদেহ ফেলে পালিয়ে যায়।