করোনার সাথে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে বিএনপির মিথ্যাচার

- আপডেট সময় : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণের সাথে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর করোনার এই সংকটে অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়াতে দেশের উচ্চবিত্তদের প্রতি আহবান জানিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের জন্য কিছু না করে উল্টো সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বিএনপি।
এদিকে দুপুরে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল দুর্যোগ সফলভাবে মোকাবেলা করছে সরকার।অন্যদিকে, কুষ্টিয়ায় জিলা স্কুল চত্বরে অস্বচ্ছল ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ও ত্রাণ বিতরণ করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
এসময় জেলা প্রশাসক সাইদুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।