করোনা সংক্রমণের হার আরো বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কোরবানীর ঈদ উপলক্ষে কঠোর বিধিনিষেধ ৮ দিনের জন্য শিথিল করায় করোনা সংক্রমণের হার আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি-শেড উদ্বোধনকালে তিনি এ আশঙ্কার কথা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, কঠোর লকডাউন সাময়িকভাবে শিথিল করা হলেও বিধিনিষেধ ঠিকমতো মেনে চললে সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া শিক্ষার্থীদের টিকাদানের আওতায় আনতে টিকা দেয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩৫ বছর তেকে কমিয়ে ১৮ বছর করার প্রক্রিয়া চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।