যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দক্ষ ও আন্তর্জাতিক মানের সেনাবাহিনী গড়ে তুলতে, গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই।
সেনাবাহিনীর নির্বাচনী পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, সব প্রভাব থেকে মুক্ত থেকে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা দায়িত্বশীলদের কর্তব্য। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেনাসদর নির্বাচনী পরিষদ-২০২১-এর উদ্বোধনী বক্তব্যে তিনি আরো বলেন, বিভিন্ন প্রকার নিযুক্তি যেমন- কমান্ড, স্টাফ, প্রশিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিযুক্তির জন্য উপযুক্ত অফিসারদের পদোন্নতি দিতে হবে। এতে সবার গ্রহণযোগ্যতা বাড়বে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।