বিভিন্ন রুটে বাস চলাচল শুরু, চলছে ট্রেন-লঞ্চ ও অভ্যন্তরীণ বিমান

- আপডেট সময় : ০৭:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
টানা ১৪ দিন পর কঠোর বিধিনিষেধ শিথিল করায় স্বাভাবিক হয়ে আসছে সারাদেশের জীবনযাত্রা। সড়ক-মহাসড়গুলোতে চলতে শুরু করেছে গণপরিবহণ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। এছাড়া খুলেছে দোকানপাট ও শপিংমল। ৮ দিনের জন্য শুরু হয়েছে ট্রেন-লঞ্চ ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলও। এদিকে ঈদকে সামনে রেখে আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতে মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। পরিবারের সাথে গ্রামে ঈদ করার জন্য অগ্রিম টিকিট কাটতে এসে প্রত্যাশিত টিকিট না পাওয়ার অভিযোগ করেন অনেকে।
১৪ দিন পর কঠোর বিধিনিষেধ তুলে নেয়ার দিনে রাজধানী ফিরেছে আগের চিরচেনা চেহারায়। একদিন আগেও….. যেখানে সড়কগুলো ছিল গণপরিবহন শূন্য… সেখানে এখন দীর্ঘ… যানজট। এদিকে ঈদকে সামনে রেখে বাস টার্মিনালে মানুষের উপস্থিতি অনেক। পরিবারের সাথে ঈদ কাটানোর আকাঙ্খায় অগ্রিম টিকিট কিনতে যান সেখানে। তবে, প্রত্যাশিত টিকিট না পাওয়ায় অভিযোগ করেছেন অনেকেই। এছাড়াও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তো রয়েছেই।
অপরদিকে বাস কাউন্টারগুলোর পরিচালকরা জানান, টিকিটের বেশ চাহিদা রয়েছে। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ সত্য নয়।ঈদের পর সব মানুষ একত্রে ঢাকা ফিরতে গেলে করোনা সংক্রমণের ঝুঁকি থাকবে তাই আরো দু’দিন ছুটি বাড়ানো দাবি জানান, সাধারণ মানুষ।