দিনাজপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দিনাজপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে খানসামা উপজেলা পূজা উদযাপন পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দেয় উভয় ধর্মের অনুসারীরা।
সকালে উপজেলার ইউএনও অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুবুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলা পূজা উদযাপন পরিষদ। স্মারকলিপিতে উল্লেখ করা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধীমান দাস উপজেলায় হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিসহ বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। ফলে এলাকায় উভয় সম্প্রদায়ের মধ্যে যেকোনো সময় সংঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।