যমুনার বিরামহীন ভাঙনের কবলে পড়া মানুষের নেই এবার ঈদের প্রস্তুতি
- আপডেট সময় : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
জামালপুরে যমুনার বিরামহীন ভাঙনের কবলে পড়া মানুষের এবার ঈদ প্রস্তুতি নেই। বন্যা আর ভয়াবহ ভাঙনে বসত-বাড়ির পাশাপাশি তাদের ঈদ আনন্দও নিয়ে গেছে নদী। তাদেরকে সহযোগিতায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
যমুনার ভাঙনে জামালপুরে প্রতি বছর নিঃস্ব হয় প্রায় পাঁচ হাজার মানুষ। নব্বই দশক থেকে এ পর্যন্ত জেলার সরিষাবাড়ি, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার অনেক এলাকা যমুনায় বিলীন হয়ে গেছে। শতশত বিঘা জমি, গোলা ভড়া ধান, গোয়াল ভড়া গরু হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছে বড় রাস্তা ও বন্যা নিয়ন্ত্রন বাঁধে।
করোনার কারণে কর্মহীন হয়ে কোনো রকমে বেঁচে আছে তারা। ঈদ প্রস্তুতি বলে কিছু নেই তাদের কাছে। বেঁচে থাকার তাগিদে সামান্য আশ্রয়টুকু আঁকড়ে পড়ে আছে ভাঙন কবলিতরা। ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের জন্য নতুন জামা, বিশেষ কোনো খাবার এখন তাদের কাছে স্বপ্নের মতো মনে হয়। সরকারি সহায়তা চেয়েছে তারা।
সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানায়, জেলা প্রশাসন।
তাদের পাশে দাঁড়িয়ে সরকার ও বিত্তবানরা ঈদ আনন্দ ভাগ করে নেবেন বলে আশা করে ভাঙন কবলিত মানুষ।
ফজলে এলাহী মাকাম, এসএটিভি, জামালপুর।






















