শ্রমিকদের ক্ষতিপূরণের স্থায়ী সমাধানে জাতীয় মানদণ্ড আইন প্রণয়নের দাবি বিএনপি’র

- আপডেট সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
অগ্নিকাণ্ডের মতো শিল্প কারখানার দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিয়ে স্থায়ী সমাধানের জন্য জাতীয় মানদণ্ড আইন প্রণয়নের দাবি করে বিএনপির স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে সব কারখানায় আগ্নিকাণ্ডে শিশু শ্রমিকদের নিহত হয়, সেটি কারখানা নয়, বরং মৃত্যুকূপ।
দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। নারায়নড়ঞ্জের রূপগঞ্জে পুড়ে যাওয়া শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে মালিককে বাধ্য করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করে তিনি বলেন, এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা উদ্যোগ না নিয়ে তারা প্রণোদনা ও ব্যাংক ঋন মওকুফে ব্যস্ত রয়েছে। এছাড়া নারায়ণঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় নিহত শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করারও সমালোচনা করেন বিএনপির এই নেতা। অবিলম্বে সজিব গ্রুপের সব কারখানা পরিদর্শন করে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান নজরুল ইসলাম খান।