২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩৫ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩৫ জনের মৃত্যু হয়েছে।
খুলনার পাঁচ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে ও উপসর্গে ২০ জনের প্রাণহানি হয়েছে।সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন করোনায় ও ৪ জন উপসর্গে, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ৪ জন,জেনারেল হাসপাতালে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালে দুইজন ও দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও চট্টগ্রাম ১০, চুয়াডাঙ্গা ৫, সাতক্ষীরা ৭ ও দিনাজপুরে তিনজন প্রাণ হারিয়েছেন। আরো কয়েকটি জেলায় মারা গেছেন ৫২ জন।