শ্রদ্ধা আর ভালোবাসায় পল্লীবন্ধু এরশাদকে স্মরণ করলেন রংপুরের দলীয় নেতাকর্মীরা

- আপডেট সময় : ১২:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
শ্রদ্ধা আর ভালোবাসায় ২য় মৃত্যুবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করলেন রংপুরের দলীয় নেতাকর্মীরা।
কঠোর বিধি-নিষেধে অল্প সময়ের মধ্যেই ফুলেল শ্রদ্ধা জানানো হয় প্রয়াত এই রাষ্ট্রপতির প্রতি। হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে জড়ো হন লাখো নেতাকর্মীরা। সকাল ১১টায় একে-একে দলটির জেলা, মহানগর,ওয়ার্ড কমিটি, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পল্লীবন্ধুর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার এমপি পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।