করোনার কারণে প্রায় দু’বছর ধরে কর্মহীন হয়ে আছে জামালপুরের যাত্রাশিল্পীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনার কারণে প্রায় দু’বছর ধরে কর্মহীন হয়ে আছে জামালপুরের যাত্রাশিল্পীরা। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে
জড়িত হাজারেরও বেশি মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। তবে, তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
প্রায় শতাব্দি প্রাচীন ঐতিহ্য লালন করছে জামালপুরের যাত্রাপালা। শহরের সিএন্ডবি রোড়, গেটপাড়সহ বিভিন্ন এলাকায় ছোট-বড় প্রায় অর্ধশতাধিক যাত্রা দল রয়েছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারেরও বেশি লোক জড়িত। করোনাকালে যাত্রাপালা বন্ধ রয়েছে। ফলে, কর্মহীন হয়ে চরম মানবেতর জীবন-যাপন করছে তারা।
তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
যাত্রা শিল্পিদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রনোদনার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।