নারায়ণগঞ্জে এক জঙ্গি আস্তানা থেকে তিনটি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

- আপডেট সময় : ০১:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানা থেকে তিনটি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। পরে ৩টি বোমা নিষ্ক্রিয় করে বোমা ডিসপোজাল ইউনিট।
রাতে দুই উপজেলার নয়াগাঁও ও বন্দর কেওঢালা গ্রামে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এর আগে ঢাকার যাত্রাবাড়ী থেকে মোটরসাইকেল সহ প্রথমে আব্দুল্লাহ আল মামুন নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানায় অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় গ্রেফতার করা হয় আরেক জনকে। সিটিটিসির ডিআইজি আসাদুজ্জামান বলেন, দুইজনকে দুইস্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের একজন মসজিদের মোয়াজ্জেম মামুন ও অন্যজন ঈমাম নাঈম। উদ্ধার করা বোমা তিনটি নিষ্ক্রিয় করা হয়েছে। জঙ্গি আস্তানায় অভিযানের সময় উদ্ধার করা হয় ৪টি রিমোট কন্ট্রোল, জিহাদী বই ও বোমা তৈরির সরঞ্জাম। মামুন ও নাঈম জঙ্গি গোষ্ঠীর সামরিক গ্রুপের সদস্য এবং নব্য জেএমবি বলে জানায় সিটিটিসি।