হারারে টেস্টে জিতেছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৯:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
হারারে টেস্টে জিতেছে বাংলাদেশ। সফরের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছে টাইগাররা। ৪৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৫৬ রান গুটিয়ে যায় স্বাগতিকরা। মিরাজ এবং তাসকিন ৪টি করে উইকেট নিয়েছেন
৩ উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান প্রথম ঘন্টা নির্বিঘ্নেই কাটান। অবশেষে মায়ার্স-তিরিপানোর জুটি ভাঙ্গেন মিরাজ। শর্ট মিড উইকেটে সাদমানের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন মায়ার্স। তিন বল পর আবার মিরাজের আঘাত। ক্ল্যাসিক্যাল অফ স্পিনে টিমিসেন মারুমাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পরে আর ঘুরে দাড়াতে পারেনি কেউই । বাকিটা সময় শুধুই তাসকিন আহমেদের। প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত দেড়শো, তাসকিন আহমেদ, অধিনায়ক মুমিনুল হক এবং লিটন দাশের ফিফটিতে ৪৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে ২৭৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে দেড়’শ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।