তুরস্কে একটি মিনি বাস খাদে পড়ে আগুন লেগে ১২ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
তুরস্কে অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি মিনি বাস খাদে পড়ে গেলে আগুন লেগে ১২ যাত্রী নিহত হয়েছে।
নিহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছে। আহত হয়েছে অন্তত ২৬ জন। রবিবার দেশটির ভ্যান প্রদেশের মুরাদিয়ে জেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে বাসটির মালিককে আটক করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে মেডিক্যাল টিম, দমকলবাহিনী ও নিরাপত্তাকমী পাঠায় দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ইউরোপে যেতে অভিবাসন প্রত্যাশীরা তুরস্ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে বেছে নেন। বেশিরভাগ ক্ষেত্রেই ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসন প্রত্যাশীরা পায়ে হেঁটে ইরানের সীমান্ত পেরিয়ে তুরস্কে যায়।সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান তারা।




















