সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি সম্পন্ন করার ব্যবস্থা নিতে নির্দেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সব কাজ ই-নথি, ই-টেন্ডারিং, ই–মেইল, এসএমএস, হোয়াটস-অ্যাপসহ অন্যান্য মাধ্যমে করার বিষয়ে রোববার সব সচিবের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, বিধিনিষেধে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধ। ঘোষণা অনুযায়ী ১৪ জুলাই পর্যন্ত তা চলার কথা।