কুড়িগ্রামে কষ্টিপাথর সাদৃশ্য ২০ কেজি ওজনের প্রাচীন গো-মূর্তি উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে মন্দিরের ধ্বংসাবশেষ থেকে পাওয়া প্রায় ২শ’ বছরের পুরনো কষ্টিপাথর সাদৃশ্য ২০ কেজি ওজনের প্রাচীন গো-মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, মূর্তিটি প্রাথমিকভাবে যাছাই করে দেখা গেছে- এটি কষ্টিপাথরের হওয়ার সম্ভাবনা রয়েছে। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে মূর্তিটি প্রত্নতাত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে। মূর্তিটি প্রায় ২শ’ বছরের বেশি পুরনো হতে পারে বলে জানান পুলিশ সুপার।