ডেঙ্গু প্রতিরোধে রোববার থেকে অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

- আপডেট সময় : ০৭:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষায় রোববার থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সকালে গুলশানে মশা নিধনে চিরুনি অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এসময় উত্তরের মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি দেন- যেসব বাড়ি বা স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ডেঙ্গুর আশঙ্কায় জীবানু বহন কারি এডিস মশার কবল থেকে নগরবাসীকে রক্ষা করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এই চিরুনী অভিযানের উদ্বোধন।
এসময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শুধু অভিযান চালিয়ে রাজধানীকে এডিস মশামুক্ত করা যাবে না। তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। আর ডিএনসিসি মেয়র বলেন, চিরুনি অভিযান চলাকালে যেসব বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।পরে গুলশান-২ এর দুটি নির্মানাধীন ভবনে ঘুরে দেখেন স্থানীয় সরকার মন্ত্রী, ও মেয়র ।
এসময় ভবন দুটিতে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি ভবনের কর্তৃপক্ষকে দুই লাখ টাকা এবং অন্য ভবনের তত্ত্বাবধায়কে তিন মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। চিরুনি অভিযান পরিচালনার জন্য প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। ১০ দিনব্যাপী এই অভিযান সকল ওয়ার্ডে একযোগে চলবে।