ঝিনাইদহে অবৈধভাবে বাওড় ইজারা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০৭:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে বাওড় ইজারা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মৎস্যজীবীরা।
সকালে মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে বাওড়পাড়ের বাসিন্দারা। এসময় মাথায় কাফনের কাপড় বেঁধে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন গ্রামের ১১৫টি পরিবারের কয়েকশ’ সদস্য। এসময় অংশগ্রহণকারীরা জানান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চুক্তি অগ্রাহ্য করে অন্য একটি সমিতিকে বাওড়টি ইজারা দিয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। বাওড়টি মৎস্যজীবীদের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে ৫২ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মালিক পক্ষের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে ফেনীতে। এ সময় বক্তারা বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়– হত্যাকাণ্ড। এখানে সরকারেরও গাফিলতি রয়েছে। অবিলম্বে সবার বিচার ও নিহতদের পরিবারে যথাযথ ক্ষতিপুরণ দেয়ার দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংখ্যালঘু পরিবারে হামলা ঘটনায় আসামীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে গোবিন্দগঞ্জ-রথের বাজার সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাকাই পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদিশ চন্দ্র সরকার ও ভুক্তভোগিরা। এসময় তারা অবিলম্বে সংখ্যালঘু পরিবারের হামলাকারীদের গ্রেফতারে দাবি জানায়।