কারখানায় অগ্নিকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবেঃ কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তির ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই শোক ও সমবেদনা প্রকাশ করেন।
এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, আগুনের ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের তদারকী কর্তৃপক্ষের দায় থাকলে তাদেরও ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়ে মনিটর করছেন বলেও জানান তিনি। এছাড়া সভায়, ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এখন মাথাপিছু আয় দুই হাজার দুইশ’ ডলার ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার।