মানবিক সাহায্য চেয়ে আবেদনকারী প্রতারক চক্রের ২ সদস্য সিলেট থেকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক সাহায্য চেয়ে আবেদনকারী প্রতারক চক্রের ২ সদস্যকে সিলেট থেকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।
শুক্রবার ওসমানীনগর এলাকা থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলো ওসমানীনগর এলাকার মোহাম্মদ জাফরান খান এবং তারেক হোসেন। পিবিআই জানায়, ফেসবুকে বিভিন্ন রোগীর ছবি পোস্ট করে মানবিক সাহায্যের আবেদন করতো তারা। দেয়া হতো বিকাশ নম্বর। এভাবেই গত এক বছরে তারা হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকা। এই চক্রের সাথে আরো কেউ জড়িত কিনা তা তদন্ত করছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পিবিআই।
























