সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ, নেত্রকোনা ও মেহেরপুরে তিনজন নিহত হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক চাপায় নিহত হয়েছেন টহলে থাকা পুলিশ সদস্য সোহানুর রহমান। আহত হয়েছেন পুলিশ নাজমুল।
সকালে মেহেরপুরে ডাব বোঝাই পিকআপের ধাক্কায় শরিফুল ইসলাম বিশ্বাস নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডাব বোঝাই একটি পিকআপ সাইকেল-আরোহী শরিফুল বিশ্বাসকে ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানটি রাস্তার পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই শরিফুল বিশ্বাস মারা যান।
মোটরসাইকেলযোগে নেত্রকোনা শহরে যাওয়ার পথে রুহি এলাকায় পৌঁছালে সড়কে থাকা শামছুল আলমকে চাপা দেয়। গুরুতর আহত দু’জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শামছুল আলমকে মৃত ঘোষনা করেন।