করোনা আক্রান্ত হয়ে ১৪ জেলায় আরো ১২৫ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জেলায় ১২৫ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত জেলা গুলোর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। খুলনার ৪টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ-৩, নড়াইল-৩, ফরিদপুর-১৬, ময়মনসিংহে-১২ জন, চুয়াডাঙ্গায়-৭, সাতক্ষীরায়- ১০ জন, বরিশালে-১৩ জন, চট্টগ্রামে-৩ জন, ঝিনাইদহ-৯, দিনাজপুর-৫ জন, টাঙ্গাইল-৩ জনর মৃত্যু হয়েছে। জেলার সিভিল সার্জনরা এসব তথ্য দিয়েছেন। এদিকে, গতকাল সারাদেশে ২১২ জনের মৃত্যু হয়। এদিন শনাক্তের সংখ্যা ছিল ১১ হাজার ৩৪৪ জনে।