চাঁপাইনবাবগঞ্জে মোগলাই পরাটা খেয়ে অসুস্থ্য হয়ে দুই বোনের মৃত্যুর অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ শহরের কালীতলা মহল্লায় হোটেল থেকে আনা মোগলাই পরাটা খেয়ে স্বর্ণা ও সম্পা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে।
মৃত স্বর্ণা ও স্বপ্না’র পিতা সাদিকুল ইসলাম রবি জানান, সোমবার বিকেলে শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই পরাটা কিনে বাড়িতে পরিবারসহ তিনিও খান।রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা ও সম্পা এবং আত্মীয় সিফাত অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হলেও স্বপ্না ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাড়ি আসার পরেই স্বর্ণা মারা যায়। অন্যদিকে স্বপ্নার অবস্থা আশংকাজনক হলে দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।