টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং ত্রাণ সহায়তা কর্মসূচী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং ত্রাণ সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৫৫ পদাতিক ডিভিশন ও ৮৮ পদাতিক ব্রিগেড যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
সকালে ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার- ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ সহায়তার উদ্বোধন করেন। মেডিকেল ক্যাম্পে ৫ জন সামরিক ও বেসামরিক ডাক্তার উপস্থিত থেকে আড়াইশ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। পরে উপজেলা পরিষদের সামনে হেলিপ্যাড চত্ত্বরে দেড়শ’ অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেন। এ সময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্ণেল আলমগীর হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান উপস্থিত ছিলেন।