ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড: নতুন পাঁচজনকে স্বাধীন পরিচালক নিয়োগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা বোর্ডে মামলায় অভিযুক্তদের বাদ দিয়ে নতুন পাঁচজনকে স্বাধীন পরিচালক নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।
নবনিযুক্ত পরিচালকেরা হলেন- অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবু নাসের বখতিয়ার, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুদকের সাবেক পরিচালক শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল লুৎফুল করিম, ব্যারিস্টার আশরাফ আলী এবং এনামুল হাসান।
আর্থিক কোম্পানিটির চেয়ারম্যান এন আই খান ছাড়া বাকি পরিচালকরা মামলায় অভিযুক্ত ছিলেন। তাই নতুন করে এই পাঁচজনকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের এ আদেশ প্রকাশিত হয়েছে।























