সিরাজগঞ্জের বেলকুচিতে বালু বোঝাই ট্রাকের চাপায় দুই সহোদর নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বেলকুচিতে বালু বোঝাই ট্রাকের চাপায় দুই সহোদর নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, একটি বালু বোঝাই ট্রাক বেপরোয়া গতিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই সহোদরকে ধাক্কা দেয়। এরপর সাব্বির ও রাব্বিকে চাপা দিয়ে ট্রাকটি রাস্তার পাশে খালে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই সহদোরকে খাল থেকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।




















