দিনাজপুর ও গোপালগঞ্জে দু’জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দিনাজপুর ও গোপালগঞ্জে এক বৃদ্ধাসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার ওসি আশোক কুমার চৌহান জানায়, সকালে খবর পেয়ে পুলিশ শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জে ডোবা থেকে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রোকেয়া বেগম। পরে সকালে ডোবার মধ্যে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোকেয়া বেগম মানষিক রোগী ছিলেন। তিনি ভিক্ষাবৃত্তি করতেন।