ফরিদপুর নৌ-বন্দরের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে

- আপডেট সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
ফরিদপুর নৌ-বন্দরের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এক কিলোমিটার সড়কটি এখন খানাখন্দ আর কাদামাটিতে সয়লাব। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই বিড়ম্বনা থেকে মুক্তি চায় মানুষ।
সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের নৌ-বন্দরের সাথে ফরিদপুর শহরের যোগাযোগের একমাত্র সড়কটি মরনফাঁদে পরিনত হয়েছে। এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পণ্য আনা-নেয়া করছে ব্যবসায়ীরা। প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা।
বন্দর ঘিরে গড়ে উঠা কয়েক’শ ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ হবার পথে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবছর বন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও সড়ক সংস্কারে কোনো পদক্ষেপ নেই। সড়ক ও বন্দর কর্তৃপক্ষের রেষারেষিতে সংস্কার হচ্ছে না।
রাস্তাটি দ্রুতই সংস্কার করা হবে বলে জানান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। সিঅ্যান্ডবি ঘাট নৌ-বন্দরকে সচল রাখতে সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।