নরসিংদী নাটোর ও নওগাঁয় চার জনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নরসিংদী, নাটোর ও নওগাঁয় চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদীর পলাশে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলরাতে পলাশ উপজেলা ভাগদি নামকস্থান থেকে ১২ ও ১৪ বছরের দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ। পুলিশ জানায়, রাতের কোন এক সময় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাটোরের বড়াইগ্রামের বড়াল নদী থেকে রুবেল হোসেন নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুবেল হোসেন একই গ্রামের আবু হানিফের ছেলে। এলাকাবাসী জানায়, দুপুরে তার মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নওগাঁর সাপাহারে জান্নাতুন নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পরিবারের লোকজন হঠাৎ শোবার ঘরে জান্নাতুনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।