অন্যের হয়ে তিন বছর কারাভোগকারী মিনু আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত

- আপডেট সময় : ০৬:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
অন্যের হয়ে তিন বছর কারাভোগকারী মিনু আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২৮ জুন রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ সংযোগ সড়কে তিনি নিহত হন। তবে পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে তাকে দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম।
একটি হত্যা মামলায় আসামি না হয়েও প্রায় তিন বছর কারাভোগ করে গত ১৬ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মিনু আক্তার। এর ১৩ দিনের মাথায় তার মৃত্যু হলো। পুলিশ জানিয়েছে, গত ২৮ জুন দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী ফৌজদারহাট সংযোগ সড়কের আরেফিননগর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মিনুকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে ২৯ জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কোনো পরিচয় না পাওয়ায় একদিন পর অজ্ঞাত পরিচয়ে তার লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম।