ইউরোর বাকি দুই কোয়ার্টার ফাইনাল আজ

- আপডেট সময় : ০৭:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ইউরোর বাকি দুই কোয়ার্টার ফাইনাল আজ। রাত দশটায় বাকুতে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক। শেষ আটের অপর ম্যাচে ইউক্রেনের প্রতিপক্ষ শিরোপার স্বপ্নে বিভোর ইংল্যান্ড। রোমের স্তাদিও অলিম্পিকোয় ম্যাচটি শুরু হবে রাত একটায়।
নক আউটে জার্মানির বিপক্ষে ৫৫ বছর ধরে জয় না পাওয়ার আক্ষেপ রাউন্ড অব সিক্সটিনে মিটিয়েছে ইংল্যান্ড। তবে ২৫ বছর ধরে ইউরোর সেমিফাইনালে খেলতে না পারার চাপ থাকছেই ইংলিশদের। সঙ্গে ইংল্যান্ডের দুশ্চিন্তার কারণ হতে নিরপেক্ষ ভেন্যু। হ্যারি কেইন, রাহিম স্টার্লিংদের জন্য পরীক্ষার মঞ্চ হয়ে অপেক্ষায় রোমের স্তাদিও অলিম্পকো। হোম ভেন্যু ওয়েম্বলিতে টানা চার খেলার পর, এবার অতিথি হচ্ছে সাউথগেটের দল। সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যান সব বিচারেই এগিয়ে ইংলিশরা। শেষ ১২ ম্যাচে অপরাজেয় ইংল্যান্ড। টুর্নামেন্টে এখন গোল হজম করেনি দলটি। অন্যদিকে, ইউরোতে প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলা ইউক্রেন তৈরী চমক দেখাতে।