শেষ চারে জায়গা করে নিতে কাল মাঠে নামবে আর্জেন্টিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
শেষ চারে জায়গা করে নিতে কাল মাঠে নামবে আর্জেন্টিনা। সকাল সাতটায় মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর। এর আগে কোয়ার্টারের অন্য ম্যাচে ভোর ৪টায় উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া।
আসরের শুরুতে হোঁচট খেলেও টানা তিন জয়ে ছন্দে ফিরেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিয়েই শেষ আটে উঠে এসেছে লিওনেল মেসির দল। ছন্দ ধরে রেখে এবার ইকুয়েডরের বাধা টপকাতে মরিয়া আলবিসেস্তেরা। অন্যদিকে আসরে কোনো জয় না দেখেও কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইকুয়েডর। জমাট রক্ষণের সুবাদে টানা তিন ড্রতে গ্রুপের বাধা পার করেছে তারা। দু’দলের পরিসংখ্যানে যোজন যোজন দূরত্বে এগিয়ে আর্জেন্টিনা। ইকুয়েডরের সঙ্গে ৩৬ বারের দেখায় ২১ জয়ের বিপরীতে মাত্র ৫ ম্যাচে হেরেছে মেসিরা। ইনজুরি সমস্যা নেই দলে তাই আত্মবিশ্বাসকে সঙ্গি করেই ইকুয়েডর বধের মিশনে নামবে মেসি-ডি মারিয়ারা।