ধীরে ধীরে কাটছে প্রবাসীদের টিকা নেয়ার জটিলতা

- আপডেট সময় : ০৭:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ধীরে ধীরে কাটছে প্রবাসীদের টিকা নেয়ার জটিলতা। তবে, নিবন্ধন পদ্ধতি সম্পর্কে পুরোপুরি না বোঝায় এখনও পদে পদে ভোগান্তিতে পড়ছেন বিদেশগামীরা। সৌদি আরব ও কুয়েত প্রবাসীদের টিকা নিবন্ধন শুরু হলেও অন্য দেশের প্রবাসীরা রয়েছেন শঙ্কায়। তাই প্রতিদিনই ঢাকার ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও কাকরাইলে বিএমইটি ভবনে ভিড় করছেন তারা। এদিকে সব প্রবাসীর টিকার সমস্যা শিগগিরই সমাধান হবে আশা সংশ্লিষ্টদের।
প্রবাসীদের করোনার টিকা দিতে অগ্রাধিকার ভিত্তিতে সৌদি আরব ও কুয়েতগামীদের নিবন্ধন শুরু হয়েছে। ‘আমি প্রবাসী’ অ্যাপ এবং অনলাইনের মাধ্যমে যারা নিবন্ধন করতে পারছেন না তাদের সুবিধার্থে শুরু হলো এই কার্যক্রম। তবে, নিবন্ধনের জন্য আসা ব্যক্তিদের এখনো রয়েছে নানা অভিযোগ।
সার্ভার জটিলতা কেটে গেছে জানিয়ে দায়িত্বরতরা বলছেন, টিকা নেয়ার সুবিধার্থে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে, কর্মকর্তারা বলছেন, অ্যাপের মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করতে না পারলে টিকা নিবন্ধনের জন্য নিজ জেলার কর্মসংস্থান কার্যালয় বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ফরম পূরণের সুযোগ রয়েছে। যারা বিএমইটিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তারা আগামী ৬ জুলাইর পর সুরক্ষা অ্যাপে টিকারা নিবন্ধন করতে পারবেন।