শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা ১৪ জন রোহিঙ্গাকে মৌলভীবাজার থেকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা ১৪ জন রোহিঙ্গাকে মৌলভীবাজার থেকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজার সদর থানায় শুক্রবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, গত ২৭ জুন চট্রগ্রাম থেকে এই ১৪ জন কাজের খোঁজে মৌলভীবাজার আসেন। কাজ না পেয়ে শুক্রবার সন্ধ্যায় অন্যত্র কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে থানায় আনা হয়। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। পরে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।