বরগুনার পাথরঘাটায় খালের পাড়ে মাটি খুঁড়ে মা ও মেয়ে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটায় খালের পাড়ে মাটি খুঁড়ে মা ও মেয়ে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক আছেন স্বামী শাহীন। শুক্রবার গভীর রাতে উপজেলার হাতিমপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শাহিন ও সুমাইয়ার মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বুধবার দুপুর থেকে সুমাইয়ার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিষয়টি থানা পুলিশকে জানালে তারাও বিভিন্ন স্থানে খোঁজ নেয়।সকালে স্থানীয়রা শাহিনের বাড়ির পাশে একটি নতুন গর্ত দেখতে পেয়ে থানায় খবর দেয়।পরে পুলিশ গর্ত খুঁড়ে মা ও কন্যাশিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে।ঘটনার পর পলাতক রয়েছেন স্বামী।