বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে চিকিৎসা নিতে হলে, ক্ষমা চাইতে হবে

- আপডেট সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে চিকিৎসা নিতে হলে, ক্ষমা চাইতে হবে। সংসদে আইনমন্ত্রীর এমন বক্তব্য খালেদা জিয়াকে হেয় করার জন্যই বলে মনে করেন, সিনিয়র আইনজীবী অ্যাড. জয়নাল আবেদীন। যে প্রক্রিয়ায় তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন ঠিক একই প্রক্রিয়ায় তিনি বিদেশেও চিকিৎসা নিতে যেতে পারেন, বলে মন্তব্য করেন তিনি। তবে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে, দ্রুত বিদেশে যাওয়ার ক্ষেত্রে আইনমন্ত্রীর বক্তব্যই যথাযথ।
গেলো বুধবার জাতীয় সংসদে বিএনপির সাংসদদের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ ভাবে যুক্তি তুলে ধরেন।
আইনমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. জয়নাল আবেদীন বেগম খালেদা জিয়া কে নির্দোষ দাবি করে বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার মতো স্পর্শকাতর মামলা এটি নয়।
তবে বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিকের মতে , দ্রুত চিকিৎসায় আইনমন্ত্রীর বক্তব্যই সঠিক।
এর পাল্টা জবাব দেন খালেদা জিয়ার আইনজীবী। তবে, আপিলে মামলার চূড়ান্ত নিষ্পত্তির ওপর জোর দেন বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছেন। দুর্নীতির দুটি মামলায় দন্ডিত হয়েও করোনার কারণে সরকারে বিশেষ বিবেচনায় গুলশানের বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।