সার্ভার জটিলতার কারণে টিকার নিবন্ধন করতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা

- আপডেট সময় : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সার্ভার জটিলতার কারণে টিকার নিবন্ধন করতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা। সকাল থেকেই ঢাকার ইস্কাটন গার্ডেনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে ভিড় করতে থাকেন সারাদেশ থেকে আসা প্রবাসীরা। তাদের অভিযোগ, সমস্যার সমাধানে নেয়া হচ্ছে না তেমন কোন উদ্যাগ। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্ভার সচল হলে, শনিবার থেকে সৌদি আরব ও কুয়েত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিবন্ধন শুরু করা হবে।
সার্ভারে সমস্যা হওয়ায় শুক্রবার সকাল থেকেই প্রবাসী কল্যান ভবনে ভিড় করতে থাকেন প্রবাসীরা। তাদের অভিযোগ, টিকা নিবন্ধনের সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তারা। পরতে হচ্ছে নানা সমস্যায়।
পরে সেখানে আসেন, প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নিজেদের মধ্যে আলাপ শেষে তারা জানান, সার্ভার সমস্যা সমাধানের কাজ চলছে। শনিবার থেকেই শুরু হবে নিবন্ধন। প্রবাসী অ্যাপসের মাধ্যমেই টিকা নিবন্ধন করতে পারবেন বলেও জানান তিনি।