ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টুয়েন্টি আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টুয়েন্টি আজ। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে প্রোটিয়ারা।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের মিশন দক্ষিণ আফ্রিকার। টানা দুই টি-টুয়েন্টিতে জিতে আত্মবিশ্বাসী প্রোটিয়ারা। তাই উইনিং কম্বিনেশন ধরে রেখেই চতুর্থ ম্যাচে ক্যারিবীয়দের মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, প্রথম টি-টুয়েন্টি জিতে ভালো কিছুর আভাস দিলেও, সেই ছন্দ ধরে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর শেষ ম্যাচে ১ রানে হেরে এখন সিরিজ হারানোর শঙ্কায় ক্যারিবীয়রা। যদিও ‘ডু অর ডাই’ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে ক্যারিবীয় একাদশে।