অবশেষে টটেনহাম হটস্পারের নতুন কোচ হলেন নুনো এসপিরিতো

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
অবশেষে টটেনহাম হটস্পারের নতুন কোচ হলেন নুনো এসপিরিতো সান্তো। লম্বা সময় অপেক্ষার পর কোচ খুঁজে পেল ইংলিশ ক্লাবটি। উলভসের সাবেক কোচের সাথে দুই বছরের চুক্তি করেছে টটেনহাম।
জোসে মরিনিয়োর স্থলাভিষিক্ত হবেন এই পর্তুগিজ। চার বছর দায়িত্ব পালনের পর, মে মাসে উলভসের দায়িত্ব ছাড়েন নুনো। গত মৌসুমে ১৩ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ মিশন শেষ করে তার সাবেক দল উলভার হাম্পটন। উলভসের হয়ে চার বছরে দারুণ সময় কাটিয়ে গত মৌসুমেই নতুন চ্যালেঞ্জের খোঁজে ক্লাবটিকে বিদায় জানান তিনি। টটেনহাম কোচের আলোচনায় ছিলেন মাউরিসিও পচেত্তিনো, অ্যান্তোনিও কন্তে, পাউলো ফনসেকা, গেন্নারো গাত্তুসো। যেখানে সবাইকে পেছনে ফেলেন পর্তুগীজ কোচ নুনো এসপিরিতো সান্তো।