সিলেট শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে লাইসেন্সবিহীন চালক ও গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে
- আপডেট সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
ট্রাফিক পক্ষ উপলক্ষে সিলেট শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে লাইসেন্সবিহীন চালক ও গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। ১৬ জুন থেকে শুরু হওয়া এ কার্যক্রম ৩০জুন পর্যন্ত চালাবে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে চালকরা হয়রানির অভিযোগ করলেও ট্রাফিক বিভাগ জানায়, নিয়ম মেনেই অভিযান চালানো হচ্ছে।
সিলেট নগরজুড়ে ট্রাফিক আইন মানা ও ফিটনেসবিহীন গাড়ি না চালানোর জন্য মাইকিং করছে এসএমপি’র ট্রাফিক বিভাগ। বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে তারা।
সার্কিট হাউস থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও চলছে আইনানুগ কার্যক্রম। প্রতিদিনই মোটর বাইক,সিএনজি অটোরিকশা আটক ও জরিমানা করছে পুলিশের ১২টি টিম।
তবে, কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম ও হয়রানির অভিযোগ করছে যানবাহন চালকরা। পুলিশের দাবি, কোনো ধরনের হয়রানি করা হচ্ছে না। এটি নিয়মমাফিক কার্যক্রম। নগরী যানজটমুক্ত ও সড়কে শৃংঙ্খলা ফেরাতে পুলিশকে আরো কঠোর হওয়ার আহবান জানিয়েছে সচেতন মহল।























