কারেন্ট জাল মজুদ ও বিক্রি করার দায়ে এক ব্যবসায়ী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল মজুদ ও বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে রেব-৮ এর ভ্রাম্যমান আদালত। এসময় ওই ব্যবসায়ীকেও আটক করা হয়।
রেব-৮ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী সুশান্ত বাড়ৈ অবৈধ ম্যাজিক কারেন্ট জাল মজুদ করে বিক্রি করছিলেন। তথ্যটি জানার পর সেখানে অভিযান চালানো হয়। এসময় মজুতকৃত ১০ হাজার মিটার নিষিদ্ধ চায়না ম্যাজিক কারেন্ট জাল জব্দসহ ওই ব্যবসায়ীকে আটক করে রেব। পরে মৎস্য সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।























