ইউরো চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা ধরে রেখেছে বেলজিয়াম ও নেদারল্যান্ডস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ইউরো চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা ধরে রেখেছে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। পিছিয়ে পরেও ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। আর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় নেদারল্যান্ডসের।
যদিও পুরো ম্যাচে বল পজিশনে এগিয়ে ছিলো অস্ট্রিয়া। তবে, ৫২ শতাংশ বল পজিশনে রেখেও গোল মুখে তেমন আক্রমণে যেতে পারেনি অস্ট্রিয়ানরা। নিজেদের ভুলে ম্যাচের ১১ মিনিটে পিছিয়ে পরে অস্ট্রিয়া। মেমশিপ ডিপেয় কল্যাণে ঘরের মাঠে পেনাল্টি থেকে লিড নেয় নেদারল্যান্ডস। মাঝের সময়টাতে আক্রমণ আর পাল্টা আক্রমণে ছিল দু’দল। তবে ম্যাচে ফিরতে পারেনি অস্ট্রিয়া। উল্টো ৬৭ মিনিটে আরও এক গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে তারা। নেদারল্যান্ডের ২-০ গোলের জয় নিশ্চিত করেন ডেনজেল ডামফ্রিয়েজ। টানা দুই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। এক জয় আর এক হারে টেবিলের তিনে অস্ট্রিয়া।