নিখোঁজ হওয়ার আট দিনের মাথায় আলোচিত বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে উদ্ধার
- আপডেট সময় : ০৭:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নিখোঁজ হওয়ার আট দিনের মাথায় আলোচিত বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, নিখোঁজ নয়– ব্যক্তিগত কারণে ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আত্মগোপনে ছিলেন। গাইবান্ধায় বন্ধুর বাসায় ৩ সঙ্গীসহ তিনি এতোদিন অবস্থান করছিলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইসলামিক বক্তা আবু ত্ব- হা মুহাম্মদ আদনান দুপুরে রংপুরের শ্বশুর বাড়ীতে ফিরে আসে। এ সময় তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। সংবাদ পেয়ে নগরীর কোতওয়ালী থানার পুলিশ ত্ব-হা কে প্রথমে থানায় নিয়ে আসে। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসে। কিছুক্ষন জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, সন্ধান মিলার পরই শ্বশুরবাড়ি থেকে আবু তহা আনা হয়। তার চার সফর সঙ্গীকেও জিজ্ঞাসাবেদর জন্য আইনশৃংখলা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ বলছে, ব্যক্তিগত কারণেই গাইবান্ধায় এক বন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন ত্বহাসহ অন্যরা।
ত্বহা আদনানের খোজ পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে তার বন্ধু ও স্বজনদের মাঝে। গেল ১০ জুন বিকেল ৪টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসা থেকে প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গাড়ি চালক ও দুই সফর সঙ্গীসহ নিখোঁজ হন ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান।























